(আমি) রাজকন্যার খোঁজে যাব সাত সাগরের পার। ( [ami] rajkonnar khoje jabo sat sagorer par)
(আমি) রাজকন্যার খোঁজে যাব সাত সাগরের পার।
বিজন, গহন বন পেরিয়ে খুঁজব বারে-বার॥
কোথায় আমি পাব তারে,
কোন গাঁয়ে কোন দীঘির ধারে,
রঙিন শাড়ির আঁচলখানি উড়ছে কোথা তার॥
তেপান্তরের মাঠ বুঝি এই,
পেরিয়ে যাব ভর দুপুরেই
ঐ যে দূরে গাঁ খানি ভাই অশত্থ গাছে আড়॥
নজরুল এসলামে বলে,
ঐ গাঁয়ে ভাই যাও হে চলে,
ঐ গাঁয়ে এক কন্যা আছে, হবে যে তোমার॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। 'হারাধনের বিয়ে [বিয়ে পাগলা ছেলে]' পালা গান। চতুর্থ দৃশ্যান্তর। প্রথম গান। হারাধনের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৯৪।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৮১৯]
- বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত ''হারাধনের বিয়ে [বিয়ে পাগলা ছেলে]'-এর দ্বিতীয় গান। ভণিতা 'নজরুল এসলাম'।