আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে ট'লে, (ami shranto hoye ashbo jokhon porbo dore tole)

     রাগ ভীমপলাসী। তাল: মধ্যমান
আমি     শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে ট'লে,
আমার   লুটিয়ে-পড়া দেহ তখন ধরবে কি ঐ কোলে?
                   বাড়িয়ে বাহু আসবে ছুটে?
                   ধরবে চেপে পরান-পুটে?
           বুকে রেখে চুমবে কি মুখ নয়ন-জলে গলে?
তুমি    এতদিন যা দুখ দিয়েছ হেনে অবহেলা,
তা   ভুলবে না কি যুগের পরে ঘরে-ফেরার বেলা?
                  বলো বলো জীবন-স্বামী,
                   সেদিনও কি ফিরব আমি?
           অন্তকালেও ঠাঁই পাব না ঐ চরণের তলে?

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৩) মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'আশা'। এই  সময় নজরুলের বয়স ছিল ২৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • দোলন চাঁপা
      • প্রথম সংস্করণ। [আশ্বিন ১৩৩০ বঙ্গাব্দে (অক্টোবর ১৯২৩)] শিরোনাম: আশা
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, প্রথম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। দোলন চাঁপা। শিরোনাম: আশা। পৃষ্ঠা: ৯৪
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ। ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী। ৭ ভীমপলাসী-মধ্যমান
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ৩৭। ঠুংরী। ভীম-পলাসী মধ্যমান। পৃষ্ঠা: ১৯৮]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।