আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে (ami surjomukhi phuler moto dekhi tomay dure theke)

আমি    সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে
          দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে' ॥
                     নিত্য জানাই প্রেম-আরতি
                     যে পথে, নাথ তোমার গতি
          ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে' ॥
          জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা!
          আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা।
                     সারা জীবন তবু, স্বামী,
                     তোমার ধ্যানেই কাঁদি আমি
          সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে' ॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন (অগ্রহায়ণ-পৌষ  ১৩৪৫)  মাসে এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জুন ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫)। এন ১৭২২৬। শিল্পী: কুমারী রেণুকা রায় [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।