আমি সেয়ানা বিটি, (ami seyana biti)
আমি সেয়ানা বিটি,
মাথায় বেধেছি ঝুটি,
মেঘ বরণ কালো চুল।
চুলে চুলে-কাঁটা আঁটা,
সুগন্ধী সুন্দা বাঁটা,
তাহে গুঁজেছি বকুল ফুল॥
নয়নে কাজল আঁকা,
এ ভুরু ধনুক বাঁকা,
বিন্ধিবে প্রেমিকের মনে,
মিষ্টি এক খিলি পান,
তার ভাই পাঁচ সিকে দাম,
দেখ হে ঠোঁট রাঙা পানে,
কপালে টিপ আছে হে,
নাকে নোলক দুলিছে,
দেখে কি পাবে মনের কূল॥
গলাতে হাঁসুলি হার,
দেখ কি রূপের বাহার
বুকেতে প্রেমের হিমগিরি
বাহুতে রুপোর বাজু
চেয়ে কি দেখছো যাদু,
দু'হাতে লাল কাচের চুড়ি,
কাঁকালে রূপোর বিছে,
কামড়াবে নইকো মিছে,
কানেতে দুলছে সোনার দুল॥
আলতায় পা মোর রাঙা,
নূপুরের শব্দ মাখা,
পরেছি পাছা-পাড় শাড়ি,
উড়নিতে ঢেকেছি বুক,
দেখলে লাফাবে বুক,
ক'রো না মোর সনে আড়ি,
চলেছি হংসী চালে,
যাব যমুনার কূলে,
তুলব রাঙা ফোটা ফুল॥
অমন করে তাকিও না,
ও নয়ন বাঁকিও না,
ওহে ও প্রেমের বঁধুয়া,
গাঁথিব ফুলমালা,
পরাব তোমার গলা,
এ তো তোমারি পাওনা,
ভ্রমর কবির গানে,
বাঁশির মধুর তানে,
আসর হয়েছে মশগুল॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। প্রেমগান [বড়]। [১]। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৮৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৮৭৬]
- বিষয়াঙ্গ: ভণিতা 'ভ্রমর কবি'।