আমি স্বপ্ন দেখিলাম গো। (ami sopno dekhilam go)

আমি স্বপ্ন দেখিলাম গো।
আমি নিশি ভোরে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখিলাম গো॥
        দেশের রাজা বলছে মোরে,
        নিয়ে যাব বিয়ে করে,
রানী হয়ে আমার ঘরে, থাকবে সুখে গো॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। বৌ এর বিয়ে। দৃশ্যান্তর। পাঁচুর-বৌয়ের গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৮০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ৮৫৮]
  • বিষয়াঙ্গ: হাস্যরসাত্মক পালা। প্রথম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।