আমি হব মাটির বুকে ফুল (ami hobo matir buke phul)

            তাল: দাদ্‌রা

আমি হব মাটির বুকে ফুল
প্রভাত বেলা হয়ত পাব তোমার চরণ মূল॥
        ঠাঁই পাব গো তোমার থালায়
        রইব তোমার গলার মালায়
সুগন্ধ মোর মিশবে হাওয়ায় আনন্দ আকুল॥
আমার রঙে রঙিন হবে বন
পাখির কণ্ঠে আনব আমি গানের হরষণ।
        নাই যদি নাও তোমার গলে
        তোমার পূজা বেদীর তলে
শুকাবো গো সেই হবে মোর মরণ অতুল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৫) মাসে টুইন রেকর্ডে কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩  মাস।
     
  • রেকর্ড: টুইন। সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। এফটি ১২৫৩০। শিল্পী: কল্যাণী চট্টপাধ্যায়।  [নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। আষাঢ় ১৪০৩ (জুন ১৯৯৬)। দ্বিতীয় গান। রেকর্ডে কল্যাণী চট্টপাধ্যায়ের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • সুরকার: রঞ্জিত রায়
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।