(আমি) হাত তুলেছি তোর পানে মা ( [ami] hat tulechi tor pane ma)

(আমি) হাত তুলেছি তোর পানে মা (তুই) মোর হাত ধরবি বলে,
(তুই) ভিক্ষা কেন দিস্‌ মা হাতে হাত বেঁধে রাখ্‌ চরণ-তলে।
আমি ভিক্ষা পেয়ে চলে যাব আসিনিত সে আশাতে॥
তুই যবে তাহ দিস মা ছেড়ে
চোরে প্রসাদ নেয় মা কেড়ে
তাইত মাগো ভিক্ষা পেয়েও দাঁড়িয়ে থাকি আঙিনাতে॥
পথ যে আমার ফুরিয়ে গেছে জননী তোর কোলে এসে
(আমায়) এখন শুধু ধর মা বুকে পুত্র বলে ভালোবেসে।
মা যেমনি তোর কোলে যাব
নিত্য প্রেম আনন্দ পাব্‌
দেখ্‌ব পূর্ণ চাঁদ উঠেছে মা তোর রূপের আঁধার রাতে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৩২। পৃষ্ঠা: ৬৪২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।