আমিনা-দুলাল নাচে হালিমার কোলে (amina-dulal nache halimar kole)
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥
সে কাঁদিলে মুক্তা ঝরে হাস্লে ঝরে মানিক
ঈদের চাঁদে লেগে আছে সেই খুশির খানিক।
তাঁর কচি মুখে খোদার কালাম আধো আধো বলে॥
দেখেছিল লুকিয়ে সে নাচ কোটি গ্রহতারা
আসমানে তাই ঘোরে তারা আজো দিশাহারা
সেদিন নেচেছিল বিশ্বভুবন ইয়া মোহাম্মদ ব'লে॥
কোরানের আয়াতে লেখা সেই নাচেরই ছন্দ
তক্বীরের ধ্বনিতে বাজে তাহারি আনন্দ
আমি থাক্লে সেদিন হতাম ধূলি তাঁহার পায়ের তলে॥
- ভাবসন্ধান: এই গানে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহম্মদ (সাঃ)-এর মা 'আমিনা'র সাথে- মা ও শিশুর মধুর রঙ্গখেলার রূপচিত্র অঙ্কন করেছেন কবি তাঁর রূপকল্পের মহিমায়। কবি রূপকল্প অনুভব করেছেন- মা আমিনার সোনার বুকে শিশু নবি যেন সোনার তাবিজ হয়ে বুকে দোলে। তাঁর কান্নার অশ্রু যেন মুক্তা হয়ে ঝরে, হাস্লে ঝরে মানিক। ঈদের চাঁদে যেন লেগে থাকে তাঁর খুশির ছটা। তাঁর কচি মুখের আধো আধো বোলে ফুটে ওঠে যেন খোদার কালাম।
কবি তাঁর কল্পরূপে অনুভব করেছেন- যেন তাঁর নাচের আবর্তিত দোলা লুকিয়ে দেখেছিল অগণন গ্রহতারা। তারি মোহে আসমানে আজও ঘোরে গ্রহতারা দিশাহারা হয়ে। যেন সেদিন শিশু নবির দোলার সাথে ছন্দে ছন্দে বিশ্বভুবন নেচে উঠেছিল- ইয়া মোহাম্মদ বোলে। কবি তাঁর নাচের ছন্দ খুঁজে পান কুরআনের আয়াতের ছন্দ, আল্লাহর নামের তকবিরে শুনতে পান শিশু নবির আনন্দধ্বনি। কবির আক্ষেপ, মা আমিনার কোলে শিশু নবির সেই আনন্দ লীলা দেখা থেকে তিনি বঞ্জিত হয়েছেন। যদি থাকতেন, তাহলে কবি তাঁর পায়ের তলে ধূলি হয়ে নিজেকে নিবেদন করতেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
- রেকর্ড:
- এইচএমভি। জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩) । এইচএমভি। এন ৯৮৪৪। শিল্পী: কাশেম মল্লিক
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি তালিকাভুক্ত করা হয়েছিল।
- টুইন। নভেম্বর ১৯৩৯ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬)। এফটি ১৩০৬৫। মানু মিঞা
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী। নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। চতুর্থ গান] [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলামি গান। নাত-এ রসুল
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সমা