আয় নেচে নেচে আয় রে বুকে দুলালী মোর কালো মেয়ে (ay neche neche ay re buke)
তাল. কাহার্বা
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালী মোর কালো মেয়ে
দগ্ধ দিনের বুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে॥
আমার হৃদয় আঙিনাতে
খেলবি মা তুই দিনে রাতে
মোর সকল দেহ নয়ন হয়ে দেখবে মা তাই চেয়ে চেয়ে॥
হাত ধরে মোর নিয়ে যাবি তোর খেলাঘর দেখাবি মা
এইটুকু তুই মেয়ে আমার কেমন করে হ’স অসীমা।
লুটে নিবি চতুর্ভুজা
আমার স্নেহ প্রেম-পূজা
(মা) নাম ধরে তোর ডাকব মা যেই যেথায় থাকিস আসবি ধেয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
- রেকর্ড:
- টুইন। জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)। এফটি ৪৭৪৮। আশুতোষ মুখোপাধ্যায়। [শ্রবণ নমুনা]
- এইচএমভি। জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। এন ১৭২৩৬। শীলা সরকার। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। পঞ্চম গান। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয় গান। রেকর্ডে শীলা সরকার-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা