আয় মা চঞ্চলা মুক্তকেশী শ্যামা কালী (ay maa chonchola muktokeshi shyama kali)

আয় মা চঞ্চলা মুক্তকেশী শ্যামা কালী।
নেচে নেচে আয় বুকে আয়, দিয়ে তাথৈ তাথৈ করতালি॥
            দশদিক আলো ক’রে
            ঝঞ্ঝার নূপুর প’রে,
দুরন্ত রূপ ধ’রে আয় মায়ার সংসারে আগুন জ্বালি’॥
আমার স্নেহের রাঙাজবা পায়ে দ’লে
কালো রূপ-তরঙ্গ তুলে
গগন-তলে সিন্ধুজলে
আমার কোলে আয় মা আয়।
            তোর চপলতায় মা কবে
            শান্ত ভবন প্রাণ-চঞ্চল হবে,
এলোকেশে এনে ঝড় মায়ার এ খেলাঘর ভেঙে দে মা আনন্দ-দুলালি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ভারতবর্ষ পত্রিকার মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায় গানটি প্রথম স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
     
  • পত্রিকা: ভারতবর্ষ। মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮)। স্বরলিপি: জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল[ নমুনা]
     
  • বেতার: এস মা (শ্যামা-সঙ্গীত বৈচিত্র্য)
    • প্রথম প্রচার: কলকাতা বেতারকেন্দ্র ক। চতুর্থ অধিবেশন। ২৪ জুলাই ১৯৪০ (বুধবার ৮ শ্রাবণ ১৩৪৭)। সন্ধ্যা ৮-৮.৩৯টা।
          [সূত্র:
      • বেতার জগৎ। ১১শ বর্ষ ১৪শ সংখ্যায়। ১৬ জুলাই ১৯৪০। পৃষ্ঠা ৭৬৮]
      • The Indian Listener, Vol, V No.1 page 1081]
         
    • দ্বিতীয় প্রচার:  কলকাতা বেতারকেন্দ্র-ক। তৃতীয় অধিবেশন। ৮ ফেব্রুয়ারি ১৯৪১ (শনিবার ২৬ মাঘ ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮.০০-৮-৩৯টা।
          [সূত্র:
      The Indian Listener, Vol, VI No 3  page 59]
       
    • তৃতীয় প্রচার: কলকাতা বেতারকেন্দ্র ক। তৃতীয় অধিবেশন। ২৫ সেপ্টেম্বর ১৯৪১ (বৃহস্পতিবার ৯ আশ্বিন। ১৩৪৮)। প্রচার সময়: রাত ৭.৫৫-৮.২৯টা 
              [সূত্র:
      • বেতার জগৎ। ১২শ বর্ষ ৩য় সংখ্যা। ১ ফেব্রুয়ারি, ১৯৪১। পৃষ্ঠা: ১৫২
      • The Indian Listener, Vol, V No.1 page 71]
         
  • রেকর্ড: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫)। এন ১৭২২৭। কুমারী রেণুকা রায়
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১১৪৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৪৮।
    • বেণুকা। জগৎঘটক-কৃত স্বরলিপি। [নজরুল ইন্সটিটিউট। আষাঢ় ১৪১৩/জুন, ২০০৬] গান সংখ্যা ২৯। পৃষ্ঠা: ৭১-৭৩। [নমুনা]
       
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • স্বরলিপিকার: জগৎ ঘটক
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, শাক্ত সঙ্গীত)
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।