(মা) আয় মুক্তকেশী আয় (ay muktokeshi ay maa)


                তাল: দাদ্‌রা

(মা)   আয় মুক্তকেশী আয়
(মা)   বিনোদ-বেণী বেঁধে দোব এলোচুলে।
        প্রভাত রবির রাঙা জবা (মা) দুলিয়ে দোব বেণী মূলে॥
                 মেখে শ্মশান ভস্ম কালি,
                 ঢাকিস্ কেন রূপের ডালি
        তোর অঙ্গ ধুতে গঙ্গাবারি আনব শিবের জটা খুলে॥
        দেব না আর শ্মশান যেতে, সহস্রারে রাখব ধ’রে।
        খেলে সেথায় বেড়াবি মা রামধনু রং শাড়ি প’রে।
                 ক্ষয় হলো চাঁদ কেঁদে কেঁদে
        (তারে) দেব মা তোর খোঁপায় বেঁধে
        মোর জীবন মরণ বিল্ব জবা দিব মা তোর পায়ে তুলে॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুন (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৭) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ডে প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।  
     
  • রেকর্ড:  মেগাফোন। জুন ১৯৪০ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৭) জেএনজি ৫৪৮০। পরেশচন্দ্র দেব [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট ২০০৫  খ্রিষ্টাব্দ] ষষ্ঠ গান। [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।