আয় লো বনের বেদিনী (ay lo boner bedini)

আয় লো বনের বেদিনী। (আয়-আয়-আয়)
কিংশুকে তটিনীতে জাগায়ে তরঙ্গ কাঁপাইয়া মেদিনী॥
আকাশের ঘোম্‌টা ধরে টান্‌
তা’র, কোলের খোকা চাঁদ্‌কে ধরে আন্‌।
মেঘের ঝাঁপি খুলে নাচাবি আয় লো নাচাবি বিজলি-সাপিনী॥
নিশি রাতের আঁচল থেকে কুসুম কেড়ে নে
তৃষ্ণা মেটা তোর নিঙড়ে পাহাড় ঝর্না এনে।
পলার মালা আন্‌ সাগর ছেঁচে
আয় বনের ঘাগরি প’রে, ঘূর্ণি নেচে।
আঁখির চাওয়ায় মিলবে আঁখি বিষ হারাবে কাল-নাগিনী॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি 'বনের বেদে' নাটক প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)-এর ৫০৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫৫।
     
  • রেকর্ড: মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। নাটকা: বনের বেদে। জেএনজি ৫৫০৭। চরিত্র: মৌরী ও মিতিন। শিল্পী: করুণা ঘোষ ও কুসুম গোস্বামী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।