আয় লো সখি, ফুল বাগানে, ফুল তুলিতে যায়। (ay lo sokhi, ful bagane, ful tulite jay)

আয় লো সখি, ফুল বাগানে, ফুল তুলিতে যায়।
ফুল তুলিয়ে গাঁথব মালা পরিব গলায়॥
        ফুটেছে জুঁই কেতকী,
        বাসে ভ্রমর মাতামাতি,
মন আমার ঐ ফুলের সাথি, মন ছিটে সেথায়॥

**১. ফুলের বাসে মন উথলা, মন ছোটে সেথায়॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য। প্রথম দৃশ্যান্তর। দ্বিতীয় গান। কুলসুমের গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২১০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৭৪]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার তৃতীয় গান। ভণিতা নাই।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।