আয় সাত্তার আয় গাফ্ফার (ay sattar ay gaffar)
আয় সাত্তার আয় গাফ্ফার ক্যরদে বেড়া পার।
দ্যরিয়া ফাড় জঙ্গল, ক্যরতে হ্যায় রোজ মঙ্গল
জ্যমিন ও আসমানকে জ্যরবে জ্যর্রেকা আকিদা হ্যায়।
তু হ্যায় পালন হার তু হ্যায় খেওনা হার
তুহি হ্যায় করতার – আয় সাত্তার॥
রোজি দেনা কাম হ্যায় তেরা
স্যবসে আলা নাম হ্যায় তেরা
তু রহমান হ্যায় – জি শান হ্যায়
সুলতান হ্যায় – আয় সাত্তার॥
দর্দে দীল তেরা সিঁউয়া
আহ শুনায়ে কিস্কো
মেরা মালিক, মেরা খালিক
মেরা মাবুদ হ্যায় তু – আয় সাত্তার আয় গফ্ফার॥
- রচনাকাল ও স্থান: ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে এই গানটির রচনকাল সম্পর্কে লিখেছেন- ৩১-৯-১৯৪১। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৪৪। পৃষ্ঠা: ৭৫৫-৭৫৬]