আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে (ar onunoy koribe na keo)
আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে
আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাঁদে হাত ধ'রে।
তব মুখ ঘিরে আর মোর দু' নয়ন
ভ্রমরের মত করিবে না জ্বালাতন
তব পথ আর পিছল হবে না আমার অশ্রু ঝরে'।
তোমার ভুবনে পড়িবে না আর কোনদিন ছায়া মম
তোমার পূ্রণ-চাঁদের তিথিতে আসিব না রাহু-সম।
আর শুনিবে না করুণ কাতর
এই ক্ষুধাতুর ভিখারির স্বর
শুনিবে না আর কাহারও রোদন রাতের আকাশ ভ'রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ:
- বুলবুল দ্বিতীয় খণ্ড
- প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)। গান সংখ্যা ১১]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ১০ । পৃষ্ঠা ২৫৭-২৫৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২১। পৃষ্ঠা: ৩৯]
- বুলবুল দ্বিতীয় খণ্ড
- রেকর্ড: কলম্বিয়া [ডিসেম্বর ১৯৫০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৫৭)]। জিই ৭৮২৪। শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য