আর আমায় বাঁধিস না করে, ওগো ও মা নন্দরানী (ar amay badhis na kore)

আর আমায় বাঁধিস না করে, ওগো ও মা নন্দরানী।
তোর ননীর ঘরে যাব না, আর খাব না তোর ননী॥
            সামান্য নবনীর তরে,
            বেঁধেছিস্ মা যুগল তরে,
মা হলে কি বাঁধতে পারে, মা নয় রে সে পাষাণী॥
            যমুনা পার হয়ে যাব,
            পরের মাকে মা বলিব,
উদর ভরে ননী খাব, তারে বলব, মা জননী॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ১ম গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮৮]
  • বিষয়াঙ্গ: রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।