আর কতদিন থাকব দুখে অশোক কাননে (ar kotodin thakbo dukhe oshok kanone)

আর কতদিন থাকব দুখে অশোক কাননে।
আর কতদিন রইব হেথা বন্দী জীবনে॥
        কবে আমার আসবে স্বামী,
        কবে মুক্তি পাব আমি,
ভাবি আমি দিবস যামী, বিষণ্ণ মনে॥
        নজরুল এসলামে ভনে,
        সীতা, দুঃখ কেন মনে,
তোমা, উদ্ধারিবে রঘুমণি, বধ করি রাবণে॥

 

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। মেঘনাদ বধ। ত্রয়োবিংশ দৃশ্যান্তর (প্রথম গান)। সীতার গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১০৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৫২]
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'মেঘনাদ বধ' পালার চাপান সং'-এর অষ্টাদশ গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।