আর কত দুখ দেবে, বল মাধব বল (ar koto dukh debe, bol madhob bol)

আর কত দুখ দেবে, বল মাধব বল বল মাধব বল।
দুখ্‌ দিয়ে যদি সুখ পাও তুমি কেন আঁখি ছলছল॥
        তব শ্রীচরণ তলে আমি চাহি ঠাঁই,
        তুমি কেন ঠেল বাহিরে সদাই;
আমি কি এতই ভার এ জগতে যে, পাষাণ তুমিও টল॥
ক্ষুদ্র মানুষ অপরাধ ভোলে তুমি নাকি ভগবান,
তোমার চেয়ে কি পাপ বেশি হ’ল (মোরে) দিলে না চরণে স্থান।
        হে নারায়ণ! আমি নারায়ণী সেনা,
        মোরে কুরুকুল দিতে ব্যথা কি বাজে না,
(যদি) চার হাতে মেরে সাধ নাহি মেটে দু’চরণ দিয়ে দ’ল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) মাসে মেগাফোন থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড:
    • মেগাফোন। মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)। জেএনজি ৫৪৭৩। শিল্পী: ভবানীচরণ দাস। সুরকার: নজরুল ইসলাম
    • মেগাফোন। ফেব্রুয়ারি ১৯৪৪ (মাঘ-ফাল্গুন ১৩৫০) জেএনজি ৬০১৮। শিল্পী: ভবানী দাস। সুরকার: নজরুল ইসলাম[শ্রবণ নমুনা]
    • এইচএমভি। অক্টোবর ১৯৪৮ (আশ্বিন-কার্তিক ১৩৫৫)এন ২৭৯২০। শিল্পী: মৃণালকান্তি। ঘোষ সুরকার: মৃণালকান্তি ঘোষ  [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • সালাউদ্দিন আহ্‌মেদ। ১৯৪৮ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: ভবানী দাস] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি [নমুনা]
    • ইদ্‌রিস আলী। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: ভবানী দাস] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
    •  
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দাদরা
      • গ্রহস্বর:
        • রমা [সালাউদ্দিন আহ্‌মেদ-কৃত স্বরলিপি]
        • স [ইদ্‌রিস আলী-কৃত স্বরলিপি]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।