আর বাঁশি বাজাও না শ্যাম হে (ar bashi bajao na shyam he)

আর বাঁশি বাজাও না শ্যাম হে, আর বাঁশি বাজাও না শ্যাম
            তোমারি বাঁশির সুরে,
            যমুনা উজান ধরে।
আমি রইতে নারি ঘরে, ওহে কালা ছুটে আসি ব্রজধাম॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।