এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে (esho priyo mon rangaye)

এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
         মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে॥
         শোন 'পিউ পিউ' ডাকে পাপিয়া
         মোরে সেই সুরে ডাক 'পিয়া, পিয়া'
         তব আদর-পরশ বুলায়ে, বুলায়ে, বুলায়ে॥
               যদি আন‌ কাজে ভুলে রহি
               চলে যেও না হে মোর বিরহী
         দিও প্রিয়, কাজ ভুলায়ে, ভুলায়ে, ভুলায়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৬ জুলাই (সোমবার, ২১ আষাঢ় ১৩৪৯), এইচএমভির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময়ে নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪।] কাব্য-গীতি। ১৫০ সংখ্যক গান। পৃষ্ঠা ৪০
      • পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ১৪৯ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৩০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮] গান ১৬। পৃষ্ঠা ৬
    • নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড) । প্রথম খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫] ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৫-৮৭]
  • রেকর্ড:
    • ১৯৪২ খ্রিষ্টাব্দের ৬ জুলাই (সোমবার, ২১ আষাঢ় ১৩৪৯), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল।
    • এইচএমভি [আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)] । রেকর্ড নম্বর এন ২৭৩০২। শিল্পী: পারুল সেন (কর)। সুরকার: কমল দাশগুপ্ত [শ্রবণ নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • স্বরলিপি: নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ১৬ সংখ্যক গান।] [স্বরলিপি: নমুনা]
    • স্বরলিপিকার: সুধীন দাশ
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রেম
      • সুরাঙ্গ: গজল
        • রাগ: রাগের উল্লেখ নেই।
        • তাল: কাহারবা  
        • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।