আরক্ত কিংশুক কাঁপে, মালতীর বক্ষ ভরি’ (arokto kingshuk kape, malotir bokkho bhori)

  নাটক: ‘মদিনা’

আরক্ত কিংশুক কাঁপে, মালতীর বক্ষ ভরি’
চন্দ্রের অমৃত স্পর্শে উঠিতেছে শিহরি’ শিহরি’॥
                      নীরব কোকিলের গুঞ্জন
চৈত্র পূর্ণিমা রাত্রি, বাড়িয়াছে বক্ষের স্পন্দন,
মোদের নাচের নূপুরের ছন্দ কভু চপল কভু মৃদুমন্দ,
বসন্ত-উৎসব সজ্জা অন্তরাল হতে মৃদু ভাষে
সুন্দর গুঞ্জন ধ্বনি কেন ভেসে আসে।
মমতার মধু-বিন্দু ক্ষরিল মোরা মধু খেয়ে বলিলাম ─ আহা মরি॥
ধরণীর অঙ্গ হতে বাসরের সজ্জা পড়ে খুলি’
গভীর আনন্দে মোরা চাহি দুটি আঁখি তুলি,
চৈত্রের পূর্ণিমা রাত্রি এলো ফিরি
প্রিয় তুমি কেন চ’লে গেলে ধীরি ধীরি।
তুমি ফিরে এলে মোরা লভিতাম অমৃতের স্বাদ চন্দ্রের অমিয়া পান করি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৯ জুলাই(বৃহস্পতিবার, ২৪ আষাঢ়, ১৩৪৯) নজরুল কলকাতা বেতারকেন্দ্রে 'হারামণি' নামক লুপ্তরাগ অনুসন্ধানী অনুষ্ঠান করার জন্য আসেন। এই অনুষ্ঠানে তিনি গান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এই সুস্থতার কিছু আগে নজরুল 'মদিনা' নামক একটি নাটকের খসড়া তৈরি করেছিলেন। এই নাটকের জন্যই তিনি এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • মদিনা নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম খণ্ডে  [১২ই ভাদ্র ১৪১৫, ২৭শে আগষ্ট ২০০৮]  ৪। আমার 'মদিনা' নাটকের নাচের গান (নর্তকী তরুণীরা গাইবে)। পৃষ্ঠা: ৩০১-৩০২। পাদটীকায় আছে-'মদিনা' নাটকের জন্য লেখা নতুন গান, অপ্রকাশিত।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। নাটক: 'মদিনা'। গান সংখ্যা ১১২৪। পৃষ্ঠা: ৩৪৩]
  • পত্রিকা। 'আমার মদিনা'।'নজরুল ইন্সটিটিউট পত্রিকা' জ্যৈষ্ঠ ১৩৯২ সংখ্যা। চতুর্থ গান/নর্তকী তরুণীদের গান।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।