(আরে) হাঁ বালা উমরি, (are haa bala umori)

(আরে) হাঁ বালা উমরি, কুমড়ি পোকা গাহে ঠুংরি।
ধাঁই ধপড় ধাঁই ধপড় – সেতার বাজায় তুলো-ধুনুরি॥
মন্দিরা বাজায় ছুঁচো নেংটে ইঁদুর;
ছাড়ে হুলো আর কোলাব্যাঙে তানপুরার সুর।
(ছোট মিঞাও, বড় মিঞাও)
সুখে উৎসুক আরসোল্লার বুক ওঠে গুমরি॥
আরে গিরাগিটি নাড়ে মাথা, নাড়ে টিকটিকি লেজুড়
গায়ে কাঁটা দিয়ে ওঠে বুনো সজারুর।
মিস বিল্লীর সাথে, এসে দিল্লী হতে বিল্লা সেই জলসাতে,
গায় গমক মীড়ে খাম্বাজ হাম্বিরে
ভয়ে কুঁকড়ে ওঠে কুঁকড়ো কুঁকড়ি॥;

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১  মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। এন ২৭১৪২। শিল্পী: রঞ্জিত রায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।