আরো কতদিন বাকি (aro kotodin baki)

আরো কতদিন বাকি
তোমারে পাওয়ার আগে বুঝি হায়!
নিভে যায় মোর আঁখি॥

কত আঁখি-তারা নিভিয়া গিয়াছে
                কাঁদিয়া তোমার লাগি'
সেই আঁখিগুলি তারা হয়ে আজো
                আকাশে রয়েছে জাগি
                যেন নীড়-হারা পাখি॥ 
যত লোকে আমি তোমারি বিরহে
                ফেলেছি অশ্রু-জল
ফুল হয়ে সেই অশ্রু ছুঁইতে চাহে,
                চাহে তব পদতল্‌
         সে-সাধ মিটিবে নাকি॥ 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সওগাত পত্রিকার ফাল্গুন ১৩৪৭ [মার্চ-এপ্রিল ১৯৪০] সংখ্যায় 'চিরজনমের প্রিয়া' নামক একটি কবিতা প্রকাশিত হয়। পরে এই কবিতার অংশ বিশেষে সুরারোপ করে কমল দাশগুপ্ত গান হিসেবে নজরুলকে দেখান। নজরুল কিছু সংশোধন-সহ অনুমতি প্রদান করেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮ বঙ্গাব্দ) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
     
  • পত্রিকা: সওগাত। ফাল্গুন ১৩৪৭ [মার্চ-এপ্রিল ১৯৪০] শিরোনাম 'চিরজনমের প্রিয়া'।
  • রেকর্ড: এইচএমভি। জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮ বঙ্গাব্দ)। এন ২৭১৩৫। শিল্পী: মীনা বন্দ্যোপাধ্যায়। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। চতুর্থ গান। পৃষ্ঠ- ৪৩-৪৫ [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • স্বরলিপিকার: আসাদুল হক
  • পর্যায়: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: জ্ঞ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।