আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে' চেয়ে' (arshite tor nijer rup e dekhish)

                 আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে' চেয়ে'
                 আমায়  চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে।
                                              ওলো রূপ-গরবী মেয়ে

                              নাইতে গিয়ে নদীর জলে
                           দেরি করিস নানান্ ছলে
ওরে           ভাবিস তোরে দেখতে কখন আস্‌বে জোয়ার ধেয়ে

                   চাঁদের সাথে মিলিয়ে দেখিস্ চাঁদপানা মুখ তোর
                ভাবিস্ তুই-ই আসল শশী চাঁদ যেন চকোর
                                             ওলো চাঁদ যেন চকোর।

                          বনের পথে আনমনে
                          দাঁড়িয়ে থাকিস্ অকারণে
ওরে          ভাবিস্ তোরে দেখেই বুঝি বিহগ ওঠে গেয়ে'। 

  •  ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৫ মাস।
     
  • রেকর্ড: টুইন। নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪) এফটি ১২১৫২। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।