আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে' চেয়ে' (arshite tor nijer rup e dekhish)
আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে' চেয়ে'
আমায় চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে।
ওলো রূপ-গরবী মেয়ে॥
নাইতে গিয়ে নদীর জলে
দেরি করিস নানান্ ছলে
ওরে ভাবিস তোরে দেখতে কখন আস্বে জোয়ার ধেয়ে॥
চাঁদের সাথে মিলিয়ে দেখিস্ চাঁদপানা মুখ তোর
ভাবিস্ তুই-ই আসল শশী চাঁদ যেন চকোর
ওলো চাঁদ যেন চকোর।
বনের পথে আনমনে
দাঁড়িয়ে থাকিস্ অকারণে
ওরে ভাবিস্ তোরে দেখেই বুঝি বিহগ ওঠে গেয়ে'।
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৫ মাস।
- রেকর্ড: টুইন। নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪) এফটি ১২১৫২। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ। চতুর্থ গান। পৃষ্ঠা: ৪৪-৪৭] [নমুনা]
- পর্যায়: