আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার (allah amar mathar mukut)

আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার।
ঐ নামেতে মন উথলা, জপি বারে বার॥
        আমার হাতের বালা-সোনা,
        হাসান হোসেন মা ফাতেমা,
আঙ্গুলের অঙ্গুরী আমার, নবীর চার ইয়ার॥
        নামাজ আমার উড়না শাড়ি,
        তাতে আমায় মানায় ভারী,
হজ, জাকাত করতে নারি, কলেমা করেছি সার॥
        সোনার কলেমা হৃদে গাঁথা,
‌‌        তাহাতে নূর আছে বাঁধা,
নূর-ঊন-নূর আর নবীজীর নুর, হৃদয় একাকার॥
**১. চুড়ি সোনা

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী গান। ১০ম গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৪-৩৯৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮৪]
  • বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।