আল্লা নামের দরখ্তে ভাই ফুটেছে এক ফুল (allah namer dorkhote bhai )
আল্লা নামের দরখ্তে ভাই ফুটেছে এক ফুল।
তাঁরে কেউ বলে মোস্তফা নবী, কেউ বলে রসুল॥
পয়গম্বর ফেরেশ্তা হুর পরী ফকির ওলি
খুঁজে জমিন আসমান ভাই দেখতে সে ফুল-কলি,
সে-ফুল যে দেখেছে সেই হয়েছে বেহেশ্তি বুলবুল॥
আল্লা নামের দরিয়াতে ভাই উঠলো প্রেমের ঢেউ
তারে কেউ বলে আমিনা দুলাল, মোহম্মদ কয় কেউ,
সে-ঢেউ যে দেখেছে সে পেয়েছে অকূলের কূল॥
আল্লা নামের খনিতে ভাই উঠেছে এক মণি
কোটি কোহিনূর ম্লান হয়ে যায় হেরি’ তার রোশ্নি,
সেই মণির রঙে উঠল রেঙে ঈদের চাঁদের দুল
তারে কেউ বলে মোস্তফা নবী, কেউ বলে রসুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) মাসে, সেনোলা রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। গানটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের ৪০ বৎসর ১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১১১০ সংখ্যক গান।
- রেকর্ড: মেগাফোন [মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)। জেএনজি ৫৪৭১। শিল্পী: অনন্তবালা বৈষ্ণবী। সুর: নজরুল ইসলাম]