আল্লা নামের নায়ে চ’ড়ে যাব মদিনায় (allah namer naye chore jabo modinay)


        আল্লা নামের নায়ে চ’ড়ে যাব মদিনায়।
        মোহাম্মদের নাম হ’বে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়॥
        চার ইয়ারের নাম হ’বে মোর সেই তরণীর দাঁড়
        কল্‌মা শাহাদতের বাণী হাল ধরিবে তা’র,
        খোদার শত নামের শুন্ টানিব (ও ভাই) নাও যদি না যেতে চায়॥
 মোর  নাও যদি না চলিতে দেয় সাহারার বালি,
        মরুভূমে বান ডাকাব, (চোখের) পানি দিব ঢালি’।
        তাবিজ হ’য়ে দুল্‌বে বুকে কোরান, খোদার বাণী
        আঁধার রাতে ঝড়-তুফানে আমি কি ভয় মানি!
        আমি তরে’ যাব রে তরী যদি ডুবে’ তারে না পায়

১. দুর্দিনেরই ঝড়-তুফানে
২. ডুবে তাঁহার এলাকায়

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) মাসে, সেনোলা রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১১১। পৃষ্ঠা ৩৩৯]
     
  • রেকর্ড: সেনোলা [এপ্রিল ১৯৪১ (চৈত্র ১৩৪৭-বৈশাখ-১৩৪৮ )। কিউএস ৫২১। শিল্পী: নীলম খাতুন]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলাম, উদ্দীপনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।