আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে (allah namer bij bunechhi)
আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে।
ফলবে ফসল বেচ্ব তারে কেয়ামতের হাটে॥
পত্তনীদার যে এই জমির
খাজনা দিয়ে সেই নবীজীর
বেহেশ্তেরি তালুক কিনে বস্ব সোনার খাটে॥
মসজিদে মোর মরাই বাঁধা হবে নাকো চুরি,
মনকির নকির দুই ফেরেশ্তা হিসাব রাখে জুড়ি' রে;
রাখব হেফাজতের তরে
ঈমানকে মোর সাথি করে,
রদ হবে না কিস্তি (মোর), জমি উঠবে না আর লাটে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৮) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- জুলফিকার
- দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, সপ্তম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ২৪-২৫]। পৃষ্ঠা ১০৩-১০৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৬১। পৃষ্ঠা: ১৭১]
- জুলফিকার
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এফটি ১৩৬৪৭। শিল্পী: আব্বাসউদ্দীন] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)। ১৪ সংখ্যক গান । [নমুনা]
- পর্যায়: