আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালবেসে (allah ke je paite chay)
আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালবেসে।
আরশ্ কুরসি লওহ কালাম, না চাহিতেই পেয়েছে সে॥
রসুল নামের রশি ধ'রে যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে॥
তর্ক ক'রে দুঃখ ছাড়া কি পেয়েছিস্ অবিশ্বাসী,
কি পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালবাসি'।
এই দুনিয়ায় দিবা-রাতি ঈদ্ হবে তোর নিত্য সাথি,
তুই যা চাস্ তাই পাবি রে ভাই আহমদ চান যদি হেসে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৮) মাসে, টুইন রেকর্ড কোম্পানি প্রথম গানটির রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৫৯২। পৃষ্ঠা: ১৮০
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এফটি ১৩৬৪৭। আব্বাস উদ্দীন আহমদ