আল্লাজী আল্লাজী রহম কর তুমি যে রহমান (allah ji allah ji raham koro tumi)

আল্লাজী আল্লাজী রহম কর তুমি যে রহমান
দুনিয়াদারির ফাঁদে পড়ে কাঁদে আমার প্রাণ॥
        পাই না সময় ডাকতে তোমায়
        বৃথা কাজে দিন বয়ে যায়
চলতে নারি মেনে আমার নবীর ফরমান॥
দুনিয়াদারির চিন্তা এসে মনকে ভোলায় সদা
তাইতো মনে তোমায় স্মরণ করতে নারি খোদা।
        দাও অবসর তুমি ডাকার
        এই বেদনা সহে না আর
সংসারের এই দোজখ হতে করো মোরে ত্রাণ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০।
     
  • রেকর্ড। টুইন। এপ্রিল ১৯৪০ খ্রিষ্টাব্দে (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)।  এফটি ১৩২৫৯। শিল্পী: আশরাফ আলী [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ষষ্ঠ গান। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয় গান। রেকর্ডে আশরাফ আলী-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: রা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।