আল্লার নাম জপিও ভাই দিবসে ও রেতে (allah r nam jopio bhai diboshe o rete)

   আল্লার নাম জপিও ভাই দিবসে ও রেতে
            সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্॥
             হাত করবে কাজ রে ভাই মন জপবে নাম
       ঐ   নাম জপ্‌তে লাগে না ভাই টাকা কড়ি দাম,
            নাম জপো ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে।
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্॥
        ঐ  আল্লার নাম যদি রে ভাই তুমি থাকো ধ'রে
        ঐ  নামও তোমায় থাকবে ধ'রে দুঃখ বিপদ ঝড়ে,
        ঐ  নামেরে সঙ্গী করো নাইতে শুতে খেতে।
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্,আল্লাহ্॥
            তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন
            তখন আমির ফকির চাইবে সবাই তোমার দরশন
            মাতোয়ারা হও যিকির করো খোদার প্রেমে মেতে।
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল।  এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড। টুইন। এপ্রিল ১৯৪০ খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এফটি ১৩২৬১। শিল্পী: গোলাম হায়দার অ্যান্ড পার্টি। সুর: গোলাম হায়দার [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। আষাঢ় ১৪০৩ (জুন ১৯৯৬)। চতুর্থ সংখ্যক গান। রেকর্ডে গোলাম হায়দার অ্যান্ড পার্টির গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • সুরকার: গোলাম হায়দার
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।