আল্লাহ্ রসুল বোল্ রে মন আল্লাহ্ রসুল বোল্ (allah rasul bol re mon)
আল্লাহ্ রসুল বোল্ রে মন আল্লাহ্ রসুল বোল্।
দিনে দিনে দিন গেল তোর দুনিয়াদারি ভোল্॥
রোজ কেয়ামতের নিয়ামত এই আল্লাহ্-রসুল বাণী
তোর আখেরের ভুখের খোরাক পিয়াসের ঐ পানি
তোর দিল্ দরিয়ায় আল্লাহ্-রসুল জপের লহর তোল্॥
তোর স্ত্রী-পুত্র ভাই-বেরাদর কেউ হবে না সাথি
আঁধার গোরে রইবি প'ড়ে জ্বালবে না কেউ বাতি।
যে নামে হেসে পার হবি তুই পুল-সেরাতের পোল্॥
(ওরে) হাড়-ভাঙা খাটুনি খেটে ঘুরে ঘুরে পথে
আনিস যা তুই লাগবে না তা তোর কাজে আকবতে।
যে যে নাম জ'পে পাবি রে তুই মোস্তফারই কোল্॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৪০ বৎসর বয়সে রচিত হয়েছিল।
- রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩৯ (১৮ মাঘ-১৬ ফাল্গুন ১৩৪৫)। এফটি ১২৭১৬। আব্দুল লতিফ [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। দ্বিতীয় গান।] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা