আলো-আধারে ফুটল যে ফুল (alo-adhare futlo je ful)
আলো-আধারে ফুটল যে ফুল
তা’রে চিনতে কি তুই করলি রে ভুল, মন, করলি রে ভুল॥
আঁধার কালো, ঊজল আলো;
আলো-কালোর দ্বন্দ্বেরে তুই হলি বেভুল।
ওই ফুলেরি সৌরভেতে
আকুরি সৌরভেতে
আকুল হ’য়ে মেতে,
ছুটিস্ নে তুই অলীক মায়ায় হ’য়ে ব্যাকুল, ওরে, হ’য়ে ব্যাকুল॥
সেই ফুলেরি পাপড়ি ঝরে বিছায় তোরি পথে।
পাপড়ি-দলে দ’লেরে তুই মিলন-আশায় আকুল!
ভুল ক’রে তুই আকুল হয়ে হারাবি সব কুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২০৮]