আশক ও মাশক চলো মিল্ কর্ হাম্ (ashok o mashok cholo mil kor hum)
উভয়ে : আশক ও মাশক চলো মিল্ কর্ হাম্
ছোড় কর্ দুনিয়া দূর বাগ রেজওয়ান।
দনিয়া মে সব কোয়ি এশ্ক্ কে দুশমন
কোয়ি নেহি হেয় দিল্ কি কদরদান্॥
স্ত্রী : হামার য্যে শিক্ওয়া দুনিয়া বো ফয়্লি
তুম্ নয়া মজনু মেয় নেয়ি লায়লি,
পুরুষ : যব্ তক্ বুলবুল ও ফসলে গুল্ হেয় –
হায় য়্যে শিক্ওয়া দুনিয়া বো হো আমান॥
দিল কে করীব যব দিল্দার হো
স্ত্রী : ফির কাঁহা ফিরদৌস্ শারাবন্ তহুরা
চাহে সারা দুনিয়া হাম পে বেজার হো
পুরুষ : মওদমে জাওয়ানী তব্কে শারাব ক্যা
দুনিয়া মে আশেক বেহেশ্তী মেহমান॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এই গানটি সম্পর্কে ব্রহ্মমোহন ঠাকুরের রচিত তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থ থেকে [গান সংখ্যা ৩১৮] জানা যায়-
মেগাফোন সেপ্টেম্বর ১৯৩৩, নং-জে.এন.জি ৫১৭। শিল্পী রাজলক্ষ্মী ও জ্ঞান দত্ত। মূলত মেগাফোন কোম্পানি যাত্রা শুরু করেছিল ১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে। এই কোম্পানির প্রথম রেকর্ড ছিল ধীরেন দাসের গাওয়া দুটি নজরুল সঙ্গীত। এই রেকর্ডের নম্বর ছিল- জেএনজি ১। গান দুটি ছিল-
১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এদের প্রকাশিত নজরুলসঙ্গীতের রেকর্ডের সংখ্যা পাওয়া যায় জে.এন.জি ৭০ থেকে ৭৩। তাই ১৯৩৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত মেগাফোনের রেকর্ড নম্বর জে.এন.জি ৫১৭ হওয়া অসম্ভব। যথার্থ তথ্য পাওয়া গেলো না বলে- রচনাকাল নির্ধারণ করা গেলো না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২১। পৃষ্ঠা: ৩৯]