আঁখি পাতা ঘুমে জড়ায়ে আসে ( akhi pata ghume joraye ase)
আঁখি পাতা ঘুমে জড়ায়ে আসে
ওগো চাঁদ জাগিয়া থেকো সুদূর আকাশে॥
জাগিয়া থেকো কবরীর মালা
পথ যেন পায় সে তোমার সুবাসে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৭) মাসে, এইচএমভি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস ।
- রেকর্ড: এইচএমভি। জানুয়ারি ১৯৪১ (পৌষ-মাঘ ১৩৪৭)। এন ২৭০৭৩। শিল্পী: দীপালী তালুকদার [শ্রবণ নমুনা]
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৭৮। পৃষ্ঠা: ৩০০]
- নজরুল স্বরলিপি। একাদশ খণ্ড। সম্পাদিত ব্রহ্মমোহন ঠাকুর। হরফ, কলকাতা। ২০ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৫২-৫৪। [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি: শ্রাবণী চট্টোপাধ্যায়। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: দীপালী তালুকদার] সুরানুসারে স্বরলিপিটি নজরুল স্বরলিপি একাদশ খণ্ডে (হরফ প্রকাশনী) অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: টপ্পা
- রাগ: কাফি-কানাড়া
- তাল: আড়াঠেকা
- গ্রহস্বর: রজ্ঞর