আশা পথে চাইবে কত এ বিরহিনী (asha pothe chaibe koto)
আশা পথে চাইবে কত এ বিরহিনী।
তব আশাতে আশা নিই দিবা রজনী॥
তব লাগি' মন উচাটন
দেখা দাও মোরে হৃদয়-রতন,
হারাইল কি জন্মের মতন তব অধীনী॥
অবলা সরলা নারী
নাহি জানি ছল-চাতুরী,
এসো এসো ত্বরা করি' নয়ন-মনি॥
নজরুল এসলাম ভনে
পায় না সহজে সে জনে
সাধলে তারে অযতনে পায় বিনোদিনী॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫১৯। পৃষ্ঠা: ৭৭৬]