আসর বন্দি আগে নামেতে তোমার। (asor bondi age namete tomar)

আসর বন্দি আগে নামেতে তোমার।
তোমার শত পাক নামেতে রাখি চারিধার॥
            আখেরি রসুলের তরে
            পোস্তদান এই আসরে
দাও গো আমারে দুশমনের দাগার পরে হই না গেরেপ্তার॥
            মশরেকে আবু বক্করে
            মগ্‌রবে হজরত উম্মরে
রাখি গো দ্বারে জেবরাএলে উত্তরে নেঘাবান আমার।
            সেরে খোদা দক্ষিণেতে
            হোসেন হোসেন ওধোগতে
ঊর্দ্ধ দিগেতে মেহেরবান হও, আসরেতে দুশমন হোক জেরবার॥
            মা বাপ ওস্তাদের কদমে
            আদাব করলে শত হরদমে
সাল্লাম খাস আদমে, কয় অধীন নজরুল এসলামে, দাও গো আজি কেনার॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • 'নজরুল সাহিত্যের এক অনালোচিত অধ্যায়'। শেখ আজিবুল হক। নজরুল একাডেমী পত্রিকা, ৯ম বর্ষ ১ম সংখ্যা, শ্রাবণ-আশ্বিন, ১৪০০। পৃষ্ঠা ৪৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৮১]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গান বা চাপান-উতোর সং-এর অংশ কিনা জানা যায় না ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।