আসিছেন হাবিব-এ খোদা আরশ্-পাকে তাই উঠেছে শোর (asichhen habib-e khoda)

আসিছেন হাবিব-এ খোদা আরশ্-পাকে তাই উঠেছে শোর,
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর।
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে,
তেমনি ক'রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে :
দেখ আজ আরশে আসেন মোদের নবী কম্‌লিওয়ালা।
হের সেই খুশিতে চাঁদ-সুরুজ আজ হ'ল দ্বিগুণ আলা॥
ফকির দরবেশ্ আউলিয়া যাঁরে, ধ্যানে জ্ঞানে ধ'রতে নারে,
যাঁর মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তালা॥
বারেক মুখে নিলে যাঁহার নাম, চিরতরে হয় দোজখ্ হারাম,
পাপীর তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা॥
'মিম্' হরফ না থাকলে সে আহাদ, নামে মাখা তার শিরিন শাহাদ্,
নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ ত্রিভুবন উজালা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২]। সংখ্যা ৫৭১। 
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)]।  এন ৭৪২৩। আব্বাস উদ্দীন ও কে মল্লিক
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি [নর্তকীর আত্মকথা]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।