আসিবে তুমি, জানি প্রিয় (asibe tumi , jani priyo)


আসিবে তুমি, জানি প্রিয়!
আনন্দে বনে বসন্ত এলো ─
ভুবন হ’ল সরসা প্রিয়-দরশা, মনোহর॥
বনান্তে পবন অশান্ত হ’ল তাই, কোকিল কুহরে,
ঝরে গিরি-নির্ঝরিণী ঝর ঝর॥
ফুল্ল-যামিনী আজি ফুল-সুবাসে
চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে,
আনন্দিত দীপান্বিত অম্বর॥
অধীর সমীরে দিগঞ্চল দোলে
মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে,
অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ-লহর তোলে;
দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫), এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানির সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, তাতে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি। ২৮শে এপ্রিল ১৯৩৮ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫)।  [শ্রবণ নমুনা]
  • বেতার: কলকাতা বেতারকেন্দ্র। ৩ আগষ্ট ১৯৩৮ (বুধবার, ১৮ শ্রাবণ ১৩৪৫)। বিকাল ৫.৬ টা। শিল্পী নিতাই ঘটক। রাগ: পটমঞ্জরী।
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৩-৪] [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।