আসিয়া কাছে গেলে ফিরে (ashiya kache gele fire)
আসিয়া কাছে গেলে ফিরে
কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
মুখের হাসি সহসা কেন
নিভে গেল আঁখি নীরে
ফুটিতে গিয়া কোন্ কথার মুকুল
ঝরে গেল অধরের তীরে॥
ঝড় উঠিয়াছে বাহির ভুবনে আঁধার নামে বন ঘিরে
যে কথা বলিলে না-ব'লে যাও বিদায়-সন্ধ্যা তিমিরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
- রেকর্ড: এইচএমভি । সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)। এন ২৭০০৪। শিল্পী: দীপালি তালুকদার [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। পঞ্চম গান। পৃষ্ঠ- ৪৬-৫০ [নমুনা]
- পর্যায়: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: মা