আসিলে কে অতিথি সাঁঝে (asile ke otithi sajhe)

রাগ: ভূপালি, তাল: আদ্ধা-কাওয়ালি

আসিলে কে অতিথি সাঁঝে।
পূজার ফুল ঝরে বন-মাঝে॥
দেউল মুকরিত বন্দনা-গানে,
আকাশ আঁখি চাহে তব পানে
দোলে ধরাতল, দীপ-ঝলমল
নৌবতে ভূপালি বাজে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • মঞ্চস্থ নাটক: আলেয়া। ' নাট্যনিকেতন' রঙ্গমঞ্চ। ৩রা পৌষ ১৩৩৮ (শনিবার ১৯ ডিসেম্বর ১৯৩১)। তৃতীয় অঙ্ক। বৈতালিক।
  • গ্রন্থ
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ। গান ৩৩। ভূপালী-আদ্ধা কাওয়ালি]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩৩। ভূপালী-আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা: ২১৭।]
    • আলেয়া
      • প্রথম সংস্করণ [ডি,এম, লাইব্রেরী। ডিসেম্বর ১৯৩১, পৌষ ১৩৩৮। তৃতীয় অঙ্ক। বৈতালিকের গান ]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮।  মে ২০১১। আলেয়া। তৃতীয় অঙ্ক: বৈতালিকের গান।  পৃষ্ঠা: ৩৪৭]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল । পিলু খাম্বাজ-কাহারবা। পৃষ্ঠা ৫৯]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা।  গজল। গান ১২০। ভূপালী-আদ্ধা কাওয়ালি পৃষ্ঠা: ২৫৪-২৫৫]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।