আসুন হে দ্বিজবর, বসুন আহারে। (asun he dijobor)

আসুন হে দ্বিজবর, বসুন আহারে।
তব লাগি রানী মোর বহু যত্ন করে॥
        কিছু টক কিছু ঝাল,
        রাঁধিয়াছে সুরসাল
ঢালি জল হাত ধুয়ে বসহ আহারে॥

 

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। দাতা কর্ণ। দ্বিতীয় দৃশ্যান্তর। চতুর্থ গান। কর্ণের গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৫৭]
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'দাতা কর্ণ' পালার চাপান সং'-এর সপ্তম গান। ভণিতা নাই।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।