আসে রে ঐ আসে ভারত-আকাশে (ase re oi ase bharot-akashe)

আসে রে ঐ আসে ভারত-আকাশে আশা-করুণ রবি।
মৃত জনগণে বাঁচাতে এলো যেন নূতন প্রাণ-জাহ্নবী॥
তন্দ্রা-মগন জাগিছে জনগণ নব আশার মোহে,
গলি’ পাষাণ-গিরি প্রাণ-নিঝর বহে
শোভিল ফুলে ফলে শুষ্ক অটবী॥
নূতন দিনের পাখিরা ছুটে আসে
শত রঙের খেলা মুক্ত আকাশে,
ছুটলি দিকে দিকে ‘জয় ভারত গাহি’ শত চারণ কবি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২২৮৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।