আহা রে বাঁশি, রাধা নামে সাধা বাঁশি। (aha re bashi, radha name sadha bashi)

আহা রে বাঁশি, রাধা নামে সাধা বাঁশি।
বাঁশের বাঁশি, কালার মোহন বাঁশি॥
        মোর হাতে এলো বাঁশি।
        রাধা-কৃষ্ণ-ছোঁয়া বাঁশি,
আমি উল্লাসে উল্লাসী, হাতে পেয়ে ও বাঁশি॥

 

  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কলঙ্কভঞ্জন। প্রথম দৃশ্য। দ্বিতীয় দৃশ্যান্তর। দ্বিতীয় গান। বড়ায়ীর গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১২৫-১২৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৭২]
  • বিষয়াঙ্গ: কৃষ্ণপালা অবলম্বনে রচিত 'কলঙ্কভঞ্জন' পালার চাপান সং'-এর  অষ্টম গান। ভণিতা নাই ।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।