তুই জগত-জননী শ্যামা আমি কি মা জগত ছাড়া (tui jogot-jononi shyama ami ki ma jogot chhara)

তুই জগত-জননী শ্যামা আমি কি মা জগত ছাড়া,
কোন্‌ দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥
পুত্র অপরাধী ব'লে মা কি তারে নেয় না কোলে,
মা শাসন করে মারে-ধরে তবু কাছ ছাড়া করে না তারা।
কোন দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥
ছেলের চোখে ঠুলি দিয়ে কি মা নিজেরে লুকিয়ে রাখে
ছেলের দুঃখে মা উদাসীন দেখিনি তো এমন মাকে।
মাতৃস্নেহ পেলে শ্যামা এমন মন্দমতি হতেম না মা
তুই যাহারে হানিস হেলা তার কে মোছাবে নয়ন-ধারা
কোন্ দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে, এইচএমভি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস ।
     
  • গ্রন্থ:
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। ভক্তি-গীতি। ১৪৫৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৮০]
      • পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ১৩৪৪ সংখ্যাক গান। পৃষ্ঠা: ২৬০।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ১১৫৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ১১৫৮ সংখ্যক গান।
    • নজরুল সঙ্গীত স্বরলিপি  
      • প্রথম খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশশ। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২০ সংখ্যক গান] [নমুনা]
      • ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৪৭-৫০ [নমুনা]
     
  • রেকর্ড:
    • এইচএমভি [এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)]। এন ১৭৪৪৪। শিল্পী: বীণা চৌধুরী। সুরকার: শৈলেশ দত্তগুপ্ত [শ্রবন নমুনা]
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪৯ (ভাদ্র- আশ্বিন ১৩৫৬) ]। এন ৩১০৮২। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুরকার: শৈলেশ দত্তগুপ্ত [শ্রবন নমুনা]
  • সুরকার:  শৈলেশ দত্তগুপ্ত
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • সুধীন দাশ। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: বীণা চৌধুরী] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি  প্রথম খণ্ড অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
    • ইদ্‌রিস আলী। ১৯৪৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মৃণালকান্তি ঘোষ] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপ ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শ্যামাসঙ্গীত)
    • সুরাঙ্গ:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।