আহার দিবেন তিনি রে মন (ahar diben tini re mon)
আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি।
তোরে সৃষ্টি ক'রে তোর কাছে যে আছেন তিনি ঋণী॥
সারা জীবন চেষ্টা ক'রে, ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে
(ও মন) তাঁর কাছে তুই হাত পেতে দেখ্ কি দান দেন তিনি॥
না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল
তুই যে পেলি পুত্র-কন্যা তোরে কে দিল তা বল।
যাঁর করুণায় এত পেলি, তাঁরেই কেবল ভুলে গেলি
(তোর) ভাবনার ভার দিয়ে তাঁকে ডাক্ রে নিশিদিন-ই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাবদের মার্চ মাসে (ফাল্গুন- চৈত্র ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সম্ভবত এই রেকর্ডটি প্রকাশের কিছু আগে গানটি রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
- রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৮ (ফাল্গুন- চৈত্র ১৩৪৪)। এন ১৭০৫৪। শিল্পী: কে মল্লিক [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। ৫ম গান। পৃষ্ঠা ৪১-৪৪] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: ভৈরবী
- তাল: দাদরা
- গ্রহস্বর: ণ্।