ইয়া আল্লাহ্, তুমি রক্ষা কর (iya allah tumi rokhha koro)

   ইয়া আল্লাহ্, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন্।
           শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুস্‌লেমিন।
                            আমিন আল্লাহুম্মা আমিন॥
(খোদা)   মুষ্টিমেয় আরববাসী যে ঈমানের জোরে
 তোমার  নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় ক'রে
(খোদা)   দাও সে ঈমান, সেই তরক্কী, দাও সে একিন্।
                                খোদা দাও সে একিন্।
                            আমিন আল্লাহুম্মা আমিন॥
     হায়!  যে-জাতির খলিফা ওমর শাহানশাহ্ হয়ে
            ছেঁড়া কাপড় প'রে গেলেন উপবাসী র'য়ে
            আবার মোদের সেই ত্যাগ দাও, খোদা
            ভোগ-বিলাসে মোদের জীবন ক'রো না মলিন।
                                    আমিন আল্লাহুম্মা আমিন॥
(খোদা)  তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়
            তাই বিশ্বে হয়নি মোদের কভু পরাজয়
            দাও সেই দীক্ষা শক্তি সেই ভক্তি দ্বিধাহীন।
                            আমিন আল্লাহুম্মা আমিন॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড। টুইন। এপ্রিল ১৯৪০ খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এফটি ১৩২৬১।  শিল্পী: গোলাম হায়দার অ্যান্ড পার্টি। সুর: গোলাম হায়দার [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি: সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। আষাঢ় ১৪০৩ (জুন ১৯৯৬)। পঞ্চম গান। রেকর্ডে গোলাম হায়দার অ্যান্ড পার্টির গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • সুরকার: গোলাম হায়দার
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: না

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।