ইয়ারে দিবি না মোরাগো তবাফ দেহবাজখান (iyare dibi na morago tobaf dehobajkhan)

ইয়ারে দিবি না মোরাগো তবাফ দেহবাজখান
কে তোরা মোরা বাশাম দেরনা খাহাদ বুদান॥
        ছাড়তে বল না বন্ধুবর
        তোমায় ছাড়া দায় গো নাগর
তোমার দিকে রবে প্রাণ মোর মারিলে ও কৃপাণ॥
        ডিয়ার আই য়্যাম ভেরি সরি
        ইফ ইউ ফরগেট মিলিটারি
বিলিভ হার হার্ট ইউল কেয়ারী, আছে মাই গান॥
        বলতে নাথ পরান ফাটে
        কোন রমণীর নিকটে
বুঝি বিলাইবে অকপটে হায় কেমনে প্রাণ॥
        নো শোকামি মনস্তাপি
        তব বন্ধুর দর্শনাপি
প্রিয়তমা প্রাণাদপি নয়ন গোচারণ॥
        খেদ নাই করবে গমন
        দেখা পাবে গো চন্দ্রবদন
এই পাবে না এমন দেখতে প্রাণ সমান॥
কাহা তাহার নজরুল ইসলাম কোরবান দেল
জাহা মে সে ভুল বন মন রকমে পাবে হৃদে স্থান॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০৮। [১৪] পৃষ্ঠা ৩৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৮০। পৃষ্ঠা: ৯১২]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গানের অংশ তা জানা যায় নি । ভণিতা নজরুল ইসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।