ঈদ মোবারক ঈদ মোবারক (eid mobarok eid mobarok )

ঈদ মোবারক ঈদ মোবারক
দোস্ত ও দুশমন পর ও আপন
সবার মহল আজ হউক রওনক ॥
যে আছ দূরে যে আছ কাছে,
সবারে আজ মোর সালাম পৌঁছে।
সবারে আজ মোর পরান যাচে
সবারে জানাই এ দিল আশক্॥
এ দিল যাহা কিছু সদাই চাহে
দিলাম জাকাত খোদার রাহে
মিলিয়া ফকির শাহান্‌শাহে
ঐ ঈদগাহে গাহুক ইয়াহক্।
এনেছি শিরনি প্রেম পিয়ালার
এসো হে মোমিন কর হে ইফতার
প্রেমের বাঁধনে কর গেরেফ্‌তার
খোদার রহম নামিবে বেশক্॥

  • ভাবসন্ধান: এই গানটিতে ঈদের মহিমা তুলে ধরা হয়েছে। ইসলামি দর্শনে ঈদ হলো মহামিলনের দিন।
    কবির প্রত্যাশা এই দিনে প্রতিটি মুসলমান, শত্রু মিত্রের দ্বন্দ্ব, আপন ও পরের প্রভেদ ভুলে গিয়ে, মিলনের  আনন্দে মেতে উঠুক। সবার মহল হয়ে উঠুক মহামিলন-সৌন্দর্যে বিভূষিত। সংসার মায়ায় যারা দূরে দূরে থাকে, তারা নিকটতর হয়ে উঠুক, সবার কাছে তাঁর মহামিলনের শান্তির কামনা পৌঁছে যাক। এই দিনে সবাইকে কাছে পাওয়ার আকাঙক্ষা  জেগে ওঠে মনে, তাই সবার হৃদয়ে কবি পৌঁছে দিতে চান তাঁর প্রেমময় বার্তা।

    কবির মন যা কিছু চায়, তার সব কিছুই খোদার পথে জাকাত (নিঃশর্ত দান) হিসেবে দিতে চান। এই দিনে কবির মন চায়, ফকির বাদশা নিজদের প্রভেদ ভুলে মিলিত হোক, ঈদগাহে মুসল্লিদের ইয়াহাক (আল্লাহর ৯৯টি নামের একটি, এর অর্থ হে শাশ্বত সত্য) ধ্বনিতে মুখর হয়ে উঠুক।

    ঈদের দিনে কবি প্রেম-পেয়ালায় প্রেমের শিরনি এনেছেন। তিনি প্রেম-উপবাসী মোমিন মুসলমানদের কাছে ইফতারের মতো এই শিরনি উৎসর্গ করেছেন। কবি মনে করেন এই দিনে সবাই যদি সবাইকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে, তাহলেই খোদার করুণা নেমে আসবে জগত-সংসারে।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ -পৌষ ১৩৪২) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: টুইন। ডিসেম্বর ১৯৩৫। ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪২) এফটি ৪১৭৬। শিল্পী: আব্দুল লতিফ [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। অষ্টম গান। অষ্টম গান। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয় গান। রেকর্ডে আব্দুল লতিফ-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলামী গান। ধর্মাঙ্গ। ঈদ। সাধারণ
    • সুরাঙ্গ: কাওয়ালির সুর
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: মা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।