ঈদ মোবারক হো (eid mobarok ho)

        ঈদ মোবারক হো 
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক হো 
রাহেলিল্লাহ্‌কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শহীদ॥
যে‌      কোরবানি আজ দিল খোদায় দৌলৎ ও হাশমত্,
যার     নিজের ব’লে রইলো শুধু আল্লা ও হজরত,
যে      রিক্ত হয়ে পেল আজি অমৃত-তৌহিদ॥
যে      খোদার রাহে ছেড়ে দিল পুত্র ও কন্যায়
যে      আমি নয়, আমিনা ব'লে মিশলো আমিনায়।
ওরে    তারি কোলে আসার লাগি' নাই নবীজীর নিদ॥
যে      আপন পুত্র আল্লারে দেয় শহীদ হওয়ার তরে
         ক্বাবাতে সে যায় না রে ভাই নিজেই ক্বাবা গড়ে
সে      যেখানে যায় 
 জাগে সেথা ক্বাবার উম্মিদ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৫০) মাসে, রিগ্যাল রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৪ বৎসর ৫ মাস।
     
  • রেকর্ড: রিগ্যাল। জানুয়ারি ১৯৪৪ (পৌষ-মাঘ ১৩৫০) । আরএল ১২২১। শিল্পী: আব্বাস উদ্দিন। সুর: দেলওয়ার হোসেন। [শ্রবণ নমুনা]
     
  • বেতার: ঈদজ্জোহা। গীতিআলেখ্য। কলকাতা বেতারকেন্দ্র। [৯ জানুয়ারি ১৯৪১ (বৃহস্পতিবার ২৫ পৌষ ১৩৪৭)।
    রাত ৮.০৫ -৮.৩৯ মিনিট।
        সূত্র: বেতার জগৎ। ১২বর্ষ ১ম সংখ্যা। ১ জানুয়ারি, ১৯৪১।  পৃষ্ঠা: ৪২

     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্‌ নবী। নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল ইন্সটিটিউট] চতুর্থ গান [নমুনা]
     
  • সুরকার: দেলওয়ার হোসেন (চিত্ত রায়)
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।